কুয়েতে ভিজিট ভিসার নতুন নিয়ম

:
: ৫ years ago

কুয়েতে ভিজিট ভিসার নতুন নিয়ম করেছে দেশটির সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের ভিসা পরিদর্শন সংক্রান্ত এ বিধান জারি করেছে। আল-কাবাস দৈনিক পত্রিকা থেকে এ তথ্য জানা গেছে।

নতুন বিধান অনুযায়ী, প্রবাসীরা তাদের পিতা-মাতার জন্য ভিজিট ভিসার আবেদন করতে পারবেন। তবে তাদের মাসিক বেতন হতে হবে ৫০০ দিনার, তার কম নয়।

বিধানে বলা হয়েছে, স্পন্সরদের পেশা ও পরিস্থিতি এবং ভ্রমণের উদ্দেশ্য অনুসারে ভ্রমণের সময় নির্ধারণের অধিকার রয়েছে। ৩০ দিনের জন্য পরিবার ভিসা বা ৯০ দিনের সময় পর্যটক ভিসার আবেদন করা যাবে।

ভাই-বোনদের জন্য ভিসার বিষয়ে বলা হয়, প্রবাসীরা শুধুমাত্র ৩০ দিনের জন্য তাদের পরিবারের ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। তবে সময়সীমা বাড়ানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

রেসিডেন্সি অ্যাফেয়ার্সের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল তালাল মারফি বলেন, ‘পরিবারের সদস্যদের (বাবা, মা ও বাবা-মা) স্ত্রীকে ১ মাসের পরিবর্তে ৩ মাসের জন্য থাকার অনুমতি দেয়ার সিদ্ধান্ত জারি করা হয়েছে।