কুয়েতে ছুরিকাহত ৩ বাংলাদেশি

লেখক:
প্রকাশ: ৩ years ago

কুয়েতের রাজধানীতে ছুরিকাহত হয়েছেন তিন বাংলাদেশি। তবে তাদের পরিচয় জানা যায়নি। শুক্রবার গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাজধানী কুয়েত সিটির আবু হালিফিয়া এলাকার একটি ভবনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে ফোন আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ঘটনাস্থলে দ্রুত এক নিরাপত্তা কর্মকর্তাকে পাঠানো হয়। পরে জানা যায়, এক কুয়েতির সঙ্গে তিন বাংলাদেশি ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে ওই কুয়েতি ছুরি নিয়ে তিন বাংলাদেশির ওপর হামলা চালায়।

 

হামলাকারী ওই কুয়েতি অস্বাভাবিক অবস্থায় ছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।