পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আনন্দ ভ্রমণ যাওয়ার পথে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ১৫ জন পর্যাটক আহত হয়েছেন। শুক্রবার সকালের দিকে কুয়াকাটা সংলগ্ন মহাসড়কে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত মেহেদী হাসান, মিলন, আশিষ, সাইফুল, দুলাল, জালাল, জাফর, রাজু, হাসান, এখলাস, মিরাজ, শাহারা ও আব্বাসকে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে।
আহতদের বাড়ি ঝিনাইদাহসহ বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় জানান, পর্যটকবাহী হাওলাদার (যশোর-ব-১১-০০৫৭) বাসটি কুয়াকাটা ঢোকার পথে আনন্দবাড়ি গেস্টহাউস সংলগ্ন এলাকার মহাসড়কের স্তপ করা পাথরের ওপর উঠে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগলে বাসটি সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসে থাকা অধিকাংশ পর্যটক কমবেশি আহত হন।
কুয়াকাটা হাসপাতালের চিকিৎসক মো. আরিফুর রহমান জানান, গুরুতর আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com