পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটন বিকাশে ও ডলফিন রক্ষা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় ‘প্রাণের সঙ্গে প্রাণ সম্মাননা পদক ২০২২’ পেলেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইনিশিয়েটিভ ফর স্যোশ্যাল চেঞ্জ (আইএসসি) ও সুরঞ্জনা ইকো টুরিজ্যম সেন্টার অ্যান্ড রিসোর্টের (বরগুনা) সঙ্গে যৌথ উদ্যোগে ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশ এ সম্মাননা প্রদান করে।
আইএসসির নির্বাহী পরিচালক অনিক আসাদ ও ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশের সদস্যসচিব হোসেন সোহেলের উপস্থিতিতে এ সম্মাননা পদক তুলে দেওয়া হয়।
তুষার ছাড়াও ‘প্রাণের সঙ্গে প্রাণ সম্মাননা পদক ২০২২’ পেয়েছেন চট্টগ্রামের রিতু পারভীন ও বরগুনার মো. আরিফ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পর্যটনের বিকাশ ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় এদের ভূমিকা ছিল অতুলনীয়। নাগরিক জীবনে আমরা প্রকৃতিকে ভুলে গেছি। দিন দিন উজার হচ্ছে বনভূমি। এ ধরনের আনুষ্ঠানের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা বাড়বে বলে আমরা মনে করি।’