জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহিপুর ও আলীপুরের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের অপরাধে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম এসব জরিমানার অর্থ আদায় করেন।
এর মধ্যে আলীপুরের মনোয়ারা কৃষি ঘর ২০ হাজার টাকা, বাংলাদেশ মেডিকেল হল ১৫ হাজার টাকা, দোয়েল কসমেটিক্স ৫ হাজার টাকা, আয়শা কসমেটিক্স ৭ হাজার টাকা, আল-আমিন ফার্মেসি ৫ হাজার টাকা এবং মহিপুরের রাজা ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।
এসময় পটুয়াখালী র্যাব-৮ এর একটি টিম তাকে নিরাপত্তা সহায়তা দেয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ৭২ হাজার টাকা জরিমানা আদায়ের কথা স্বীকার করে জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ক্রেতার কাছ থেকে ন্যায্য মূল্যের অতিরিক্ত টাকা নেওয়ার অপরাধে এসব অর্থদÐ করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com