কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার গভীর রাতে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে পোড়ার ভিটা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, প্রতিপক্ষের লোকজন রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা ১২-১৩ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা।
ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, আমার আগের বাড়ি পার্শ্ববর্তী একটি গ্রামে ছিল। ১৪-১৫ বছর আগে পোড়ার ভিটা এলাকায় বাড়ি করি। বাড়ি করার পর থেকে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ভাবে আমার ক্ষতি করে আসছে। গত রাতে তারা আমার পুকুরে বিষ দিয়েছে। ঘুম থেকে উঠে সকালে গিয়ে দেখি পুকুরের ছোট-বড় সব মাছ মরে ভেসে উঠেছে। ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। এখন আমার কি হবে? তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল। আমার ভিক্ষা করা ছাড়া আর কোন পথ নেই।
মৎস্য চাষী আনোয়ারের ছেলে জনি বলেন, আমি ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্র। মৎস্য চাষ করেই বাবা কোন রকম সংসারটা চালাচ্ছে। যারা পুকুরে বিষ দিয়েছে তাদের বিচার চাই।
প্রতিবেশি একরামুল হক ও তৈয়ব আলী বলেন, যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com