কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের বদলির আদেশ প্রত্যাহার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন কুড়িগ্রামবাসী। এ খবরে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
গত ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস প্রশাসন ক্যাডারের ৬১৩ জন কর্মকর্তাকে প্রজ্ঞাপন মূলে বিভিন্ন জায়গায় বদলির আদেশ জারি করে। এরমধ্যে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনকে উপসচিব হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলীর আদেশ প্রদান করে। রোববার সেই আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জেলা প্রশাসক সুলতানা পারভীনকে কুড়িগ্রামে স্বপদে বহাল রাখার খবরে স্বস্তি প্রকাশ করেছে জেলার মানুষ। অল্পদিনেই কুড়িগ্রামে বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে তিনি সকলের মন জয় করেন। হঠাৎ করে তার বদলির আদেশে প্রতিবাদে ফেটে পড়েন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। আদেশ প্রত্যাহারের জন্য মানববন্ধন কর্মসূচি দেয়া হয় বিভিন্ন জায়গায়।
এ ব্যাপারে প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু জানান, কুড়িগ্রামের উন্নয়নের স্বার্থে যোগ্য ব্যক্তিকে পূণর্বহাল করেছে। এতে কুড়িগ্রামের সার্বিক উন্নয়ন তরান্বিত হবে।
কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু জানান, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুক্তিযোদ্ধার সন্তানকে কুড়িগ্রামের ডিসি হিসেবে স্বপদে বহাল রাখার জন্য।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com