কুৎসার জঞ্জাল।
কাব্য চাষাঃ রুবেল মাহমুদ।
—————-
দানবমুঠোতে পড়ছে ধরা
মানবিকতা,
নষ্টদের অধিকারের কাছে বিকিয়ে যাচ্ছে
সত্যের সাহসিকতা।।
মিথ্যের ডিনামাইট ফেটে
সারা বাংলা উঠছে কেঁপে,
দুষ্টরা সব রক্তাক্ত হাতে
ধরছে সত্যের টুঁটি চেপে।।
শহর নগর বন্দরে আজ চলছে
অনাধিকার চর্চা,
সমাজ সভ্যতার সত্য দলিলে
পড়ছে কলঙ্কের মরিচা।।
“সমাজ কিংবা গণ” সব তন্ত্রেই
মিথ্যের অবাধ বিচরণ,
নৈতিকতার অবক্ষয়ে শিখছি সবাই
নতুন ব্যাকরন।।
বঙ্গপিতা চেয়েছিল গড়তে
যে স্বাধীন স্বদেশ ভূমি,
আপনাকে আজ তরজমা কর
তার কতটুকু গড়ছো তুমি!
স্বপ্নের গায়ে দিচ্ছি তালী
কুয়াশা কাটবে আজ অথবা কাল,
বঙ্গভূমি থেকে ধুয়ে মুছে যাক
সব কুৎসার জঞ্জাল।।