কুসুম সিকদারের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা

লেখক:
প্রকাশ: ৭ years ago

মিউজিক ভিডিওর আড়ালে পর্নোগ্রাফির অভিযোগ এনে অভিনেত্রী কুসুম সিকদারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে আদালত মামলাটি গ্রহণ করে রমনা থানাকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে, রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে মামলাটি দায়ের করেন খন্দকার নাজমুল আহসান নামের সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

কুসুম সিকদারের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা

‘নেশা’ মিউজিক ভিডিওয়ের একটি দৃশ্যে কুসুম শিকদার।

প্রসঙ্গত, গত ৩ আগস্ট অভিনেত্রী কুসুম সিকদারের ‘নেশা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও ইউটিউবে মুক্তি পায়। এতে কুসুম সিকদারের খোলামেলা ও আবেদনময়ী উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা শুরু হয়।

এরপর গত ১৩ আগস্ট গানটির সব বৈধ-অবৈধ ভিডিও ও টিজার ইউটিউব থেকে সরানোর জন্য বাদীর পক্ষে আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব আইনি নোটিশ দেন। তারপরও কোনো পদক্ষেপ না নেওয়ায় রবিবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার হয়েছে।