কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৭ জন।
রবিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা ষোলদাগ যাত্রী ছাউনির কাছে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুই মোটরসাইকেল যোগে ৬ জন যাত্রী লালন শাহ সেতু পার হয়ে ভেড়ামারা ষোলদাগ যাত্রী ছাউনির নিকট পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা দ্রুতগামী একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রানা (২০) ও মেহেদী (১৭) নামে দু’জন মারা যায়। অহত হন ৭ জন। আহতরা ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-পাবনা মহসড়কের ভেড়ামারা ষোলদাগ যাত্রী ছাউনির নিকট মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে অন্তত ৭ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রানা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রাজ্জাক কসাইয়ের ছেলে এবং মেহেদী ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকার আব্দুল জাব্বারের ছেলে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com