কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

লেখক:
প্রকাশ: ২ years ago

কুষ্টিয়া সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরের বিত্তিপাড়ার লালন ফিলিং ষ্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাথপুর গ্রামের শাজাহান আলী (৬৫) ও তার ছেলে শামিম আহমেদ (২৮)।

 

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘রাস্তার ওপরে একটি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও দুটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বড় কোনও যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী দুই জন মারা গেছেন।’