পটুয়াখালীর কুয়াকাটায় এক জালে উঠে আসে ১১ মণ পাঙাশ। বুধবার (১৫ নভেম্বর) সকালে কুয়াকাটার মেয়র বাজারের মুন্নি ফিসে মাছগুলো বিক্রি করেন আব্বাস আলী নামের এক জেলে।
আব্বাস আলী জানান, তিনদিন আগে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম এলাকার প্রায় ৫০ কিলোমিটার গভীর সমুদ্রে কোরাল, লাক্কা মাছ ধরার জন্য সাগরে জাল ফেলি। কোরাল-লাক্কা না পেলেও আমি লাখ টাকার পাঙাশ পেয়েছি। মাছগুলো পেয়ে অনেক ভালো লাগছে।
মুন্নি ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হাওলাদার বলেন, অনেক পাঙাশ নিয়ে আব্বাস আড়তে আসেন। ১১ মণ পাঙাশ এক লাখ ৮ হাজার টাকায় কিনে নিয়েছি। মাছগুলো ঢাকায় পাঠানো হয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, দেশে ৬০ প্রজাতির দেশীয় মাছ ও ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে। সমুদ্র এলাকায় আমরা শুধু ইলিশ মাছের গুরুত্ব দেই। তবে ইলিশ- পাঙাশের প্রজনন সময় কাছাকাছি হওয়ায় উৎপাদনে বেড়েছে। এতে জেলেদের অর্থনৈতিক অবস্থায় সচ্ছলতা ফিরবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com