কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৩ ও ২৪ ফেব্রুয়ারি

লেখক:
প্রকাশ: ৭ years ago

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকালে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এবং ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো: মজিবুর রহমান মজুমদার এ তথ্য জানান।
২৩ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ২৪ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট ভিত্তিক সময়সূচি, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে জানা যাবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট: www.cou.ac.bd