বন্যা ও অতিবৃষ্টির কারণে সরবরাহ কমে গেছে দেশের সবচেয়ে বড় সবজির আড়ৎ কুমিল্লার নিমসার বাজারে। যতটুকু সবজি আসছে তাও পাইকারদের থেকে চড়া মূল্য কিনতে হচ্ছে বিক্রেতাদের।
দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শত শত ট্রাক লরি সবজি নিতে আসে কুমিল্লার নিমসার বাজারে। দিনে সরবরাহ হয় প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার সবজি।
তবে দুই দফা বন্যা ও টানা বর্ষণে ফসলহানীর কারণে বাজারে এখন সবজির সরবরাহ নেই বললেই চলে। প্রতিদিন হতাশ হয়ে ফিরে যাচ্ছেন বিভিন্ন জেলার সবজি বিক্রেতারা।
আগে দিনে গড়ে ১২শ ট্রাক এলেও এখন আসছে মাত্র তিন থেকে চারশো ট্রাক।
দুর্যোগ কমলে সবজি সরবরাহ স্বাভাবিক হবে জানালেন বাজার সংশ্লিষ্টরা।
ইজারাদার কমিটি সদস্য মোঃ মিজানুর রহমান বলেন, বেয়ারিরা মাল নিয়ে আসতে পারতেছে না পাইকার যারা এবং খুচরা বাজারে যারা কিনে তারা মাল পাইতেছে না। যা মাল পায় ২০ টাকার মাল নিয়া তারা খরচ দিয়া বিভিন্ন খরচ দিয়ে তাদের বিক্রি করতে হয় ৪০ টাকায়।
সপ্তাহের ব্যবধানে নিমসারে যে কোন সবজির দাম বাড়ছে কেজিতে পাঁচ থেকে দশ টাকা। এতে দুর্ভোগে পড়েছেন ক্রেতা-বিক্রেতাসহ ব্যবসায়ীরা।