কুমিল্লার দেবিদ্বারে মাথাবিহীন একটি শিশুর জন্ম হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়েরা গ্রামে কৃষক সুলতান আহম্মেদ ও শিউলি বেগম দম্পতির ঘরে ওই শিশুর জন্ম হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, ৩১ মে রাত ৮টায় নিজ বাড়িতে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম দেয় একটি ছেলে শিশু। এরপর দেখা যায় ওই শিশুটির চক্ষু থেকে মাথার ওপরের অংশ নেই।
কৃষক সুলতান আহম্মেদ জানান, তার আরো এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে তারা স্বাভাবিক। তিনি বলেন, সবকিছুই মহান আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়। চিকিৎসকের কাছে নেওয়ার কথা বললে তিনি বলেন, চক্ষু নাই, মস্তকের অংশ নাই, জিহ্বা নাই চিকিৎসকের কাছে নিয়ে কোন উপকার আসবে না।
এমনিতে আমি গরিব মানুষ; টাকা নষ্ট করে লাভ কি? আল্লাহ যতক্ষণ জীবিত রাখছেন শিশুটি ততক্ষণ বাঁচবে। তবে সুলতান জানিয়েছেন, শশিুটি এখনো জীবিত আছে।