কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনার প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩২)। ইকবাল নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর-লস্করপুকুর এলাকার নূর আলম ওরফে আলমের ছেলে। নূর আলম পেশায় মাছ ব্যবসায়ী। তাকে ধরতে জোর অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ইকবাল হোসেন মাদকাসক্ত ব্যক্তি। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদও একজনকে চিহ্নিত করার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তবে তিনি নাম প্রকাশ করেননি।
বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সুপার বলেছেন, পুলিশের একাধিক সংস্থার তদন্তে এই ঘটনার অগ্রগতি হয়েছে। ওই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে, ইকবালের সহযোগী হিসেবে এ ঘটনায় অন্তত তিন জনকে এরইমধ্যে আটক করা হয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মনে করছেন, ইকবাল গ্রেপ্তার হলেই এ ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করা সম্ভব হবে।
দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা চলাকালে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ের ওই পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার অভিযোগ উঠে। এ ঘটনার কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়। সেদিনের ঘটনার পর গত এক সপ্তাহ ধরে ঢাকা ও কুমিল্লা পুলিশের কয়েকটি দল তদন্তে নামে। তারা ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন স্থান থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করে। দীর্ঘ অনুসন্ধানের পর ইকবাল হোসেনকে নিশ্চিত করেন তারা।
সূত্রে জানা গেছে, ঘটনার আগের ১২ অক্টোবর রাত আড়াইটা পর্যন্ত মন্দিরে পূজা সংশ্লিষ্টদের উপস্থিতি ছিল। এরপর বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দু’জন নারী ভক্ত মণ্ডপে এসে হনুমানের মূর্তিতে প্রথম কোরআন শরিফটি দেখতে পান। রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৬টার মধ্যে কোনো একসময়ে এক ব্যক্তি কোরআন শরিফ রেখে যান মণ্ডপে। এ সময় হনুমানের হাতের গদাটি সরিয়ে নেন তিনি। গদা হাতে তার চলে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে ওই এলাকারই কয়েকটি সিসিটিভি ক্যামেরায়।
এ ধরনেরই একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পেয়েছে রাইজিংবিডি। এতে দেখা যায়, কোরআন শরিফ রাখার পর হনুমানের মূর্তির গদা কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন প্রধান অভিযুক্ত ওই ব্যক্তি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে সময়টি রাত তখন সোয়া ৩টার মতো।
দীর্ঘ অনুসন্ধানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিশ্চিত হয়েছেন গদা কাঁধে নিয়ে হেঁটে যাওয়া ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন। আর পবিত্র কোরআন শরিফ ইকবাল এনেছিল পাশের দারোগা বাড়ি মাজার মসজিদ থেকে।
ইকবালের মা আমেনা বেগম সাংবাদিকদের জানান, তার তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে ইকবাল সবার বড়। সে ১৫ বছর বয়স থেকেই নেশা করা শুরু করে। গত ১০ বছর আগে ইকবাল জেলার বরুড়া উপজেলায় বিয়ে করেন। পাঁচ বছর আগে তার বিবাহ বিচ্ছেদ হয়। ওই ঘরে তার এক ছেলে রয়েছে। এরপর সে চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজার এলাকার কাদৈর গ্রামে আরেকটি বিয়ে করে। এই সংসারেও এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
তিনি আরও বলেন, ইকবাল নেশা করে পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করতো। বিভিন্ন সময় রাস্তাঘাটেও নেশাগ্রস্ত অবস্থায় ঘুরে বেড়ায়। সে এ ঘটনা ঘটিয়ে থাকলে আমরাও তার কঠোর শাস্তি চাই।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com