কুমিল্লার কাছে আবারও হারলো চিটাগং

লেখক:
প্রকাশ: ৭ years ago

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে মাঠে নেমে প্রথম দেখাতেই ৮ উইকেটে হেরেছিল চিটাগং ভাইকিংস। মঙ্গলবার দু’দলের দেখা হয় আবার। এবারও একই পরাজয় বরণ করতে হয়েছে চিটাগং ভাইকিংসকে।
চিটাগং ভাইকিংসের দেয়া ১৪০ রানের সহজ লক্ষ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সরা টপকে যায় সহজেই। ১১ বল আর ৬ উইকেট হাতে রেখে জিতেছে মোহাম্মদ নবীর দল।
তবে কুমিল্লার হয়ে অসাধারণ একটি ইনিংস খেলেন ইমরুল কায়েস। ইমরুল করেছেন ৪৫ রান। যাতে ছিল ২টি ছয় ও ৩টি চারের মার। সানজামুলের বলে তানবীরের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন বাঁ-হাতি এই ওপেনার।
ইমরুলের পাশাপাশি জয়ে অবদান রেখেছেন ইংলিশ ব্যাটসম্যান জশ বাটলার। তিনি করেছেন ৪৪ রান। কুমিল্লার হয়ে তৃতীয় সর্বোচ্চ করেছেন লিটন কুমার দাস। দিলশান মুনাবিরার বলে আউট হওয়ার আগে তিনি ২১ রান করেন।
চিটাগংয়ের হয়ে মুনাবিরা ও সানজামুল ২টি করে উইকেট পেয়েছেন। বাকি বোলাররা উইকেটশূন্য ছিলেন।
এই ম্যাচ জয়ের ফলে ৪ ম্যাচে ৩ জয় থেকে কুমিল্লার পয়েন্ট হল ৬। আর ৫ ম্যাচ খেলে ৩ জয়ে সমান পয়েন্ট রয়েছে ঢাকারও।