ব্যবসা এখন আর কেবল দোকানের চার দেওয়ালে সীমাবদ্ধ নয়। ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম আজকের দিনে একেকটি বড় বাজারে রূপ নিয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য এই বাজারে প্রবেশ শুধু সময়ের দাবি নয়, বরং টিকে থাকার অন্যতম শর্তও বটে। এই বাস্তবতাকেই সামনে রেখে কুমিল্লার হোটেল গ্র্যান্ড দেশ প্রিয়োতে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী কর্মশালা— “Social Media Mastery for SME Growth”।
১৪ ও ১৫ সেপ্টেম্বর আয়োজিত এ কর্মশালার উদ্যোগ নিয়েছে এসএমই ফাউন্ডেশন।
এসএমই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য ক্ষুদ্র উদ্যোক্তাদের ডিজিটাল দক্ষ করে তোলা, যাতে তারা সহজে নিজেদের ব্যবসা অনলাইনে তুলে ধরতে পারেন।
কর্মশালায় অংশ নেওয়া কুমিল্লার তরুণ উদ্যোক্তা কুদরতে কাদের জানালেন, “আমি এতদিন শুধু স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করতাম। এখানে এসে শিখলাম, কিভাবে ফেসবুক বিজ্ঞাপন ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে আমার পণ্য পৌঁছে দিতে পারব। এতে আমার ব্যবসা কয়েকগুণ বাড়বে বলে আশা করছি।”
আরেক মহিলা উদ্যোক্তা আকলিম আক্তার আখি বলেন, “আগে সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করার সাহস পেতাম না। কিন্তু প্রশিক্ষকরা বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, কিভাবে ছোট ব্যবসাও অনলাইনে বড় বাজার ধরতে পারে।”
প্রশিক্ষক কাজী নিশাদ বলেন, বাংলাদেশে প্রায় ৭০ শতাংশ এসএমই উদ্যোক্তা এখনো ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা নিতে পারছেন না। অথচ মাত্র কয়েকশ টাকা খরচ করে ফেসবুক বা ইনস্টাগ্রামে পণ্য প্রচার করলে হাজারো নতুন গ্রাহকের কাছে পৌঁছানো সম্ভব।
তাদের মতে, সঠিক পরিকল্পনা ও দক্ষতা অর্জন করলে ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু দেশের বাজারেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নিতে পারবেন।
এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, শুধু কুমিল্লা নয়, সারা দেশের বিভিন্ন জেলায় ধাপে ধাপে এ ধরনের কর্মশালা আয়োজন করা হবে। উদ্যোক্তাদের ডিজিটাল জ্ঞানই হবে “স্মার্ট বাংলাদেশ”-এর অন্যতম চালিকাশক্তি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com