অবিশ্বাস্য হলেও সত্য এই যে জার্মান এসকর্ট সাইট সিনড্রেলায় নিজেদের কুমারীত্ব নিলামে তুলেছেন ৪০ নারী। তাদের বেশির ভাগই এই পথ বেছে নিয়েছেন আর্থিক কারণে।নেদারল্যান্ডসের ১৮ বছরের লোলা এবং ২০ বছরের মোনিকা তাদের কুমারীত্বের ন্যূনতম দাম হেঁকেছেন ২৫ হাজার মার্কিন ডলার।
লোলা বলেছেন, কোনো আর্থিক কষ্ট ছাড়াই আমি জীবন কাটাতে চাই। এই অর্থ দিয়ে আমি পরিবারের ঋণ শোধ করব। অনেকেই হয়ত আমার সিদ্ধান্ত মেনে নেবেন না। কিন্তু যার সঙ্গে কুমারীত্ব বিসর্জন হয়েছে, তার সঙ্গে কতজন বাকি জীবনটা একসঙ্গে কাটাতে পেরেছেন? সংখ্যাটা খুব বেশি নয়। তাই আমি এই পথ বেছে নিলাম।এতে অন্তত তার অনুভূতি আহত হবে না বলেও তিনি উল্লেখ করেন।মোনিকা বলেছেন, আমি এখনো কুমারীত্ব বিসর্জন দেয়ার মতো যোগ্য কাউকে পাইনি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ অনেক বেশি।
আমার পড়াশোনার খরচ এভাবে চালাতে চাই আমি। আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে আমাদের শরীর নিয়ে আমরা কী করব, সেই সিদ্ধান্ত নিতে পারি না। এটাই আমার কাছে সেরা বিকল্প।এটা তার ভবিষ্যৎ নিশ্চিত করবে বলেও উল্লেখ করেন তিনি।