কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তিন শিক্ষককে তিনটি প্রশাসনিক পদে নিযুক্ত করা হয়েছে। সোমবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত পৃথক তিন প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এই তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদ ও শেখ হাসিনা হলের হাউজ টিউটর হিসেবে নিযুক্ত হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক আমেনা বেগম এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের হাউজ টিউটর হিসেবে নিযুক্ত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক সালমা আক্তার উর্মি।
সদ্য নিযুক্ত সহকারী প্রক্টর প্রভাষক আবু ওবায়দা রাহিদ বলেন, ‘উপাচার্য মহোদয় আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন, আমি সেটি যথাযথভাবে পালন করে যাব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমি যেন আমার সর্বোচ্চ শ্রম দিয়ে কাজ করে যেতে পারি, সেটাই আমার চাওয়া।’
উল্লেখ্য, যোগদানের তারিখ থেকে আগামী দুই বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com