কুজেন্দ্র লালকে প্রতিমন্ত্রীর মর্যাদা

:
: ৬ years ago

ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। গত ৩১ জানুয়ারি এই মর্যাদা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি) প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন।

এর আগে গত ১০ ডিসেম্বর খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে টাস্কফোর্সের চেয়ারম্যান নিয়োগ দেয় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।