কীসের এত আটকে রাখার দায়, প্রশ্ন পরীমণির

লেখক:
প্রকাশ: ২ years ago

সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। এর আগে বিল গেটসের বিয়ে বিচ্ছেদও নতুন করে আলোচনায় চলে এসেছে। কারণ বিল গেটসের মতো ধনাঢ্য ব্যক্তিকেও ছেড়ে গেছেন মিলেন্ডা গেটস। তারপর থেকে ফেসবুকে একটি প্রশ্ন ভেসে বেড়াচ্ছে— নারী কিসে আটকায়?

 

চলমান এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন অনেকেই। এবার বিষয়টি নিয়ে ফেসবুকে নিজের মত প্রকাশ করলেন পরীমণি। রোববার (১৩ আগস্ট) রাতে ফেসবুকে ছেলের জন্মদিনের একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে পরীমণি লেখেন, ‘নারী, পুরুষ কিংবা মানুষ, কীসের এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়।’ পাশে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

অভিনেত্রীর এই পোস্টে কমেন্ট করে সহমত পোষণ করেছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মা হিসেবে পরীর প্রশংসা করছেন অনেকে। একজন লেখেন, ‘আমি তো পদ্ম বাবা সোনাটায় আটকাইয়া গেছি।’ আরেকজন মজা করে লেখেন, ‘আমি তো শুধু পড়ালেখায় আটকাই।’

 

পরীমণি খুব শিগগির কাজে ফিরবেন। কলকাতা ও বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করবে বড় বাজেটের ৩টি সিনেমা। অচিরেই এর ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।