কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়াঘাটে ফেরি চালুর দাবি

লেখক:
প্রকাশ: ৪ years ago

বরিশাল নগর সংলগ্ন কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়াঘাটে ফেরি চালুর দাবি জানিয়েছে সংগ্রাম কমিটি।

রোববার (১১ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলার তালুকদারহাটস্থ উন্নয়ন পরিষদের কার্যালয়ে এক জরুরি সভায় এ দাবি জানানো হয়।

বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের আহ্বায়ক ও বরিশাল জেলা পরিষদ সদস্য মুনাওয়ারুল ইসলাম অলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আলাউদ্দিন মানিক, মানিক মৃধা, আসাদুল আলম আসাদ, কামাল হোসেন চৌধুরী, ইকবালুর রহমান বাবুল খান, মীর বাহাদুর হোসেন কালাম, শফিকুর রহমান, সাইফুল ইসলাম মনির, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম জুয়েল প্রমুখ।

সভায় চরকাউয়া খেয়াঘাটে ফেরি চালুকরা, চরকাউয়া খেয়াঘাটে ট্রলারে পূর্বের ন্যায় দুই টাকা ভাড়ায় স্বাভাবিকভাবে যাত্রী পারাপার করার দাবি জানানো হয়।

এ দাবি বাস্তবায়নে উন্নয়ন পরিষদের নেতা আলাউদ্দিন মানিক আহ্বায়ক ও মুনাওয়ারুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট একটি সংগ্রাম কমিটি গঠন করা হয়।