কীর্তনখোলার ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ২৪নং ওয়ার্ড পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৩ years ago

পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি বলেছেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ, জলবায়ু পরিবর্তনের কারনে দেশের বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন হচ্ছে। যেখান থেকেই আমাদের জানানো হয়, সেখানেই আমরা তাৎক্ষনিকভাবে ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহণ করি।

বরিশাল সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ এর উদ্যোগে কীর্তনখোলা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ২৪নং ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের আহবানে এখানে এসেছি। আমি স্থানীয় বাসিন্দাদের আশস্ত করেছি যে নদী ভাঙ্গন রোধে আমাদের ইতিমধ্যে একটি প্রকল্প নেয়া হয়েছে। তবে আগামী বর্ষা মৌসুমে যাতে এখানে ভাঙ্গন না হয় সেটার জন্য আমরা এখানে কাজ করবো।

তিনি বলেন, এখানে খুবই খরস্রোতা নদী এবং গভীরতাও অনেক বেশি। গত বর্ষা মৌসুমেও এখানে কিছু কাজ করা হয়েছিলো তবে সেই জিও ব্যাগগুলো টেকেনি। এজন্য আমরা চাই পানিটা কমে গেলে জিও ব্যগ দিয়ে সুন্দর করে কাজটি করবো, যাতে বর্ষা মৌসুমে ভাঙ্গন রোধ সম্ভব হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের রাস্তা সংস্কারের দাবির বিষয়ে তিনি বলেন,সংসদ সদস্য হিসেবে এখানে আমার কিছু করার নেই, এটি সিটি করপোরেশনের দায়িত্ব। উনি (মেয়র)যদি করেন উন্নয়ন হবে, নাহলে হবে না।

সংসদ সদস্য হিসেবে আমার যেটা দায়িত্ব সেটা আমি সবসময় সবজায়গাতে পালন করি এখানেও করবো।কারণ এটা আমার নিজস্ব সংসদীয় এলাকায়। দোআ করবেন সহজে কাজটা যাতে শুরু করতে পারি।