কীর্তনখোলা নদীতে তরমুজ বোঝাই ট্রলারডু‌বি

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশালের কীর্তনখোলা নদীতে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে একটি তরমুজ বোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শহরের মোহম্মদপুর এলাকা সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

 

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রালারটিতে তরমুজ বোঝাই করে ভোলা থেকে বরিশালে আনা হচ্ছিল। পথে মধ্যে একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারটি ডুবে গেলে তাতে থাকা চারজনই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।