বাবা-মায়ের সম্পর্কের যখন বিচ্ছেদ ঘটে, তখন একে অপরকে মানসিকভাবে আঘাত করার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের সন্তানদের। কিন্তু সন্তানদের যেসব কিছুর উর্ধ্বে রাখতে হয় তা বেশিরভাগ বাবা-মা ভুলে যান।
সন্তানরা আপনাদের হিংসা পরায়নের অস্ত্র নয় অথবা আপনাদের নিজস্ব প্রতিযোগিতার অংশও নয়।
আপনাদের ছিনিমিনি খেলার জন্য তাদের উপর মানসিক কি চাপ পরে ভেবে দেখেছেন? সামান্য কিছু টাকা দিয়ে কনট্রিবিউট করতে গেলে আপনাদের গাঁ জ্বালাপুড়া করে, ভাবেন, এইভাবেই তো এক্স সঙ্গী/সঙ্গিনী কে টর্চার করা যায়, আর্থিকভাবে কন্ট্রোল করে।
ওরে বোকার দল, এক টাকা খেলে তো, নিজ সন্তানরাই খাবে। সন্তানের বেলায় এতো ভাগাভাগি, এতো অঙ্ক কষাকোষী? এতোই যদি কষ্ট লাগে যেসব টাকা তো এক্স পার্টনার খেয়ে ফেলছে, সেই ক্ষেত্রে, প্রয়োজনে তো হিসাব পরিষ্কার রাখলেই তো হয়, কোথায় কোন খাতে টাকা খরচ হচ্ছে, ওরাও জানবে তাদের প্রতি তাদের পিতা-মাতার অবদান কি ছিল, একদিন হিসাব নিকাশে ঠিকই বসবে ওরা। কি উত্তর দিবেন? কি, উত্তর তৈরি আছে তো?!
(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)