কিশোর-কিশোরীর সঙ্গে অসদাচরণ, দুই ডিবি পুলিশ বরখাস্ত

:
: ২ years ago

কুমিল্লার নগর উদ্যানে দুই কিশোর-কিশোরীর সঙ্গে অসদাচরণের দায়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে তাদের বরখাস্ত করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।

এক মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নববর্ষের দিন নগর উদ্যানে বসে গল্প করছিল দুই কিশোর-কিশোরী। এসময় পেছন থেকে ভিডিও করতে করতে তাদের সামনে গিয়ে পরিচয় জানতে চান ডিবি পুলিশের এক সদস্য। তাদের দাঁড় করিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন তিনি।

এসময় কিশোরীর মাস্ক খোলার জন্য বলতে গিয়ে তাকে ‘তুই’ করে সম্বোধন করেন পাশে থাকা আরেক সদস্য। এরপরই পরিচয় জানতে চাওয়া সদস্য ওই কিশোরকে বলেন, ‘মুড়ায়া ছাতনা ছিরালামু একবারে।’

এক পর্যায়ে মেয়েটির বাবার ফোন নম্বর চাইলে তারা ভয়ে মাফ চাইতে থাকে এবং মেয়েটির বাবা বিদেশ থাকেন বলে জানায় ছেলেটি।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ জাগো নিউজকে বলেন, ‘ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। বিষয়টি একাধিক ব্যক্তি আমাকে মৌখিকভাবেও জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ওই দুই পুলিশ সদস্যকে চিহ্নিত করে রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।