কিরগিজস্তানে আরচারিতে দুটি রৌপ্য বাংলাদেশের

লেখক:
প্রকাশ: ৫ years ago

কিরগিজস্তানে দ্বিতীয় ইন্টারন্যাশনাল আরচারি টুর্নামেন্টে বাংলাদেশ দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। পুরুষ এককের ফাইনালে তোফাজ্জল হোসেন ৬-২ সেটে হেরেছেন কিরগিজস্তানের কুরসানালিয়েভ উলুকবের কাছে।

পুরুষ দলগতভাবে বাংলাদেশ (তোফাজ্জল হোসেন, রেদওয়ান ও আব্দুল্লাহ্ আল মামুন) ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে কিরগিজস্তানকে পরাজিত করে ব্রোঞ্জ পদক পেয়েছে।

মিশ্র দলগত বিভাগের ফাইনালে বাংলাদেশ (তোফাজ্জল হোসেন ও নাসরিন আক্তার) কিরগিজস্তানের কুরসানালিয়েভ উলুকবেক ও এসেল শারবেকোভার কাছে ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে হেরে রৌপ্য পদক পেয়েছেন।

৪ ইভেন্টের মধ্যে বাংলাদেশ আরচারি দল ২টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়েছে। বাংলাদেশ আরচারি দল শনিবার সকালে ঢাকায় ফিরছে।