কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

বঙ্গমাতা গোল্ডকাপে কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের নারীরা। ২-১ গোলে কিরগিজস্তানকে হারিয়েছে কৃষ্ণা-সানজিদারা। তবে এর আগে থেকেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ দলের।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেছেন সানজীদা আক্তার ও কৃষ্ণা রানি সরকার। অপরদিকে ৬৮ মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে আখমাতকুলুভার শট গোলরক্ষক রুপনার হাত ফসকে জালে জড়িয়ে যায়। এতে ১টি গোল পায় কিরগিজস্তান।

সেমিফাইনালে বাংলাদেশ কোন দল পাবে, তা নির্ধারণ হবে শনিবার তাজিকিস্তান ও লাওসের পর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়।