কাশ্মীরে দুই সন্ত্রাসীর সঙ্গে স্বর্ণপদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আটক

লেখক:
প্রকাশ: ৫ years ago

জম্মু ও কাশ্মীরের এক পুলিশ কর্মকর্তাকে হিজবুল মুজাহিদিনের দুই সন্ত্রাসীর সঙ্গে আটক করেছে পুলিশ। সাহসিকতার জন্য প্রেসিডেন্সিয়াল স্বর্ণপদক ওই পুলিশ কর্মকর্তাকে শ্রীনগর-জম্মু মহাসড়ক থেকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ওই পুলিশ কর্মকর্তা ও দুই সন্ত্রাসী একসঙ্গে দিল্লি যাচ্ছিল। খবর এনডিটিভি’র

আটক ওই পুলিশ কর্মকর্তার নাম দেভিন্ডার সিং। তিনি শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ উপ-পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার সঙ্গে আটক দুই সন্ত্রাসীর একজন নাভিন বাবুর বিরুদ্ধে গত বছরের শেষের দিকে দক্ষিণ কাশ্মীরে ট্রাক চালক ও শ্রমিকসহ ১১ জন কর্মী হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নাভিন বাবুকে পুলিশ আগে থেকেই নজরে রাখছিল। শনিবার তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর একটি গাড়ি থেকে তার সহযোগী ও পুলিশ কর্মকর্তা দেভিন্দার সিংকে আটক করে।

আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। দেভিন্ডার ও নাভিন উভয়ের বাড়ি থেকে একে-৪৭ রাইফেল ও পিস্তল উদ্ধার করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, দেভিন্ডার সিংয়ের সঙ্গে কী উদ্দেশ্যে ওই দুই সন্ত্রাসী দিল্লি যাচ্ছিলেন সেটা এখনও নিশ্চিত নয়। তবে তদন্ত চলছে।