দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পরবর্তী ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় হতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সকালের দিকে ভ্যাপসা গরম থাকলে ১০টার পর থেকেই ঢাকার আকাশে ধীরে ধীরে মেঘ জমতে থাকে। বেলা ১১টার মধ্যে মেঘে মেঘে ঢেকে যায় পুরো আকাশ, নেমে আসে রাতের আঁধার। সবাই ঘরে বাতি জ্বালিয়ে দেয়। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে থাকে যানবাহনগুলো। বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিমি বা আরও বেশি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য স্থানে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা, কুশিয়ারা, মনু, ধলাই নদীর পানি নয়টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com