ভারতের রোহতক কেন্দ্রীয় কারাগারে দিন কাটছে আলোচিত ধর্ষক বাবা গুরমিত রাম রহিম সিংহের।
ডেরা সাচ্চা সওদার প্রধান এ ধর্মগুরু একসময় শানশওকতে জীবনযাপন করতেন।
কিন্তু ভারত সরকারের জেড প্লাস সুবিধাপ্রাপ্ত এ ধর্মগুরুকে এখন কারাগারের বাগানে মালির কাজ করতে হচ্ছে। সারা দিন হাড়ভাঙা খাটুনির বিনিময়ে তার রোজগার ২০ রুপি।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, রোহতকের জেলে ঢুকে অনেক বদলে গেছেন গুরমিত সিং।
কারাগারের রান্নাঘরের পাশের বাগানে তিনি কাজ করেন। সেখানে সাদা কোর্তা-পায়জামা, ধূসর দাড়ির ধর্ষক বাবাকে দেখে চেনাই কঠিন।
জানা গেছে, পরিবারের পক্ষ থেকে প্রতি মাসে গুরমিতের জন্য কারাগারে পাঁচ হাজার রুপি পাঠানো হয়। আর নিজের প্রতিদিনের রোজগার ২০ রুপি মিলিয়ে তিনি দিন যাপন করেন।
এদিকে গুরমিতকন্যা হানিপ্রিত সিংও চার দেয়ালের মাঝে বন্দি জীবনযাপন করছেন। তাকে আমবালা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। বাবার মামলার রায়দানের সময় হিংসা ছড়ানোর অভিযোগে আটক আছেন তিনি।
হানিপ্রিত প্রথম-প্রথম কারাগারে বসে বাড়ি থেকে আনা খাবার খেতেন। তবে কারাকর্তৃপক্ষের নির্দেশে এ সুবিধা বন্ধ হয়ে গেছে।