কারখানা ছুটির চাপ পড়েছে সড়কে

লেখক:
প্রকাশ: ২ years ago

শিল্প অধ্যুষিত গাজীপুর জেলার ৭৭ শতাংশ কারখানা ছুটি হয়েছে আজ। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে গ্রামে যাচ্ছে বিভিন্ন পেশার কর্মজীবী মানুষেরা। এতেই গাজীপুরস্থ ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। অতিরিক্ত যাত্রীর চাপে বিকেলে সৃষ্টি হয়েছে যানজট।

একসঙ্গে কারখানা ছুটিতে হাজারো মানুষ বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। উপচেপড়া ভিড়ের সাথে অতিরিক্ত ভাড়া আদায়ে ভোগান্তিতেও পড়েছেন সাধারণ মানুষ।

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, মৌচাক সফিপুর থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কে বিকেল ৩টা থেকে যানজট সৃষ্টি হয়। এছাড়াও জিরানি থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কে কোথাও স্থায়ী, কোথাও থেমে থেকে যানজটের সৃষ্টি হয়েছে। এসময় অনেকে মহাসড়কের পাশ দিয়ে ৫-৭ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে চন্দ্রা ত্রিমোড়ে যাচ্ছেন। সেখানেও গাড়ির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে।

অপরদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগরা বাইপাসের আগ থেকে সালনা হয়ে রাজেন্দ্রপুর পর্যন্ত বিকেল থেকে ময়মনসিংহগামী রাস্তায় যানজট লাগে। দুই মহাসড়কে তীব্র গরম উপেক্ষা করে যাত্রীরা বাড়ি ফিরছেন। কেউ বাসে, কেউ ট্রাক, পিকাপ, মোটরসাইকেল- যে যেভাবে পারছেন গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, গাজীপুরে ৭৭ শতাংশ শিল্পকারখানা ছুটি হয়েছে আজ। যার ফলে মহাসড়কে যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়েছে। যানবাহনে থেমে থেমে ধীরগতিতে চলছে।