কাবুল বিমানবন্দর থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার পেন্টাগন এ তথ্য জানিয়েছে।
তালেবান কাবুল দখলের পর থেকে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা আফগানিস্তান থেকে নিজেদের নাগরিক ও ঝুঁকিতে থাকা আফগানদের ফিরিয়ে নিতে শুরু করে। এরইমধ্যে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় ১৩ মার্কিন সেনা ও শতাধিক আফগান। শুক্রবার রাতে ড্রোন হামলা চালিয়ে হামলার দায় স্বীকারকারী ইসলামিক স্টেট অব খোরাসানের দুই নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার যুক্তরাজ্য আফগানিস্তান থেকে তাদের সব সেনা প্রত্যাহার করলেও রেখে গেছে ঝুঁকিতে থাকা সহযোগী শত শত আফগানকে।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, শনিবার পর্যন্ত কাবুল বিমানবন্দরে চার হাজারেরও কম মার্কিন সেনা ছিল। এসব সেনাকে ইতোমধ্যে প্রত্যাহার শুরু হয়েছে।
২০০১ সালে সামরিক আগ্রাসন চালিয়ে তালেবানকে উৎখাত করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট। এর পর থেকে দেশটিতে ঘাঁটি গেড়ে বসে পশ্চিমা জোট। ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনার ঘোষণা দেন। গত মে মাসে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সেই ঘোষণা বাস্তবায়ন শুরু করেন।