কাবুলে ড্রোন হামলা কোনো আইন লঙ্ঘন করেনি: পেন্টাগন

লেখক:
প্রকাশ: ৩ years ago

আফগানিস্তান ছাড়ার আগে সন্দেহভাজন আইএস সদস্যদের গাড়ি লক্ষ্য করে গত ২৯ আগস্ট কাবুলে একটি ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এ ঘটনার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন একটি তদন্ত শুরু করে। তদন্ত শেষে বুধবার (৩ অক্টোবর) পেন্টাগনের মহাপরিদর্শক সামি ঘটনাটিকে ‘দুঃখজনক ভুল’ বলে অভিহিত করলেও তিনি দাবি করেছেন, ওই ড্রোন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কোনো আইন লঙ্ঘন করেনি।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) পেন্টাগনের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

ওই ড্রোন হামলায় ১০ জন নিহত হয়। তার মধ্যে তিন জন প্রাপ্তবয়স্ক ও সাত জন শিশু। নিহত তিন প্রাপ্তবয়স্কের একজন যুক্তরাষ্ট্রের একটি সাহায্য সংস্থার হয়ে কাজ করতেন।

ওই হামলায় বেসামরিক আফগান নাগরিক নিহত হওয়ায় তীব্র সমলোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্র।

জেনারেল সামি ডি সেইড বলেছেন, ‘তদন্তে যুদ্ধসংক্রান্ত আইনসহ কোনো আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি। ড্রোন হামলায় জড়িতদের ধারণা ছিল যে কাবুলে একটি জঙ্গি হামলা হতে পারে। সেই জঙ্গি হামলা ঠেকাতেই ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।’