আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া আত্মঘাতী হামলায় চার সাংবাদিকসহ অন্তত ২১ জন নিহত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকাল ৮টার দিকে আফগান ইন্টেলিজেন্স সার্ভিসের সদরদপ্তরের কাছে প্রথম হামলাটি হয়। পরের হামলাটিও হয় একই এলাকায়।
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ স্থানীয় তোলো নিউজকে বলেন, হামলায় ২১ জন নিহত ও অন্তত ২৭ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলায় নিহত চার সাংবাদিকের মধ্যে আফগানিস্তানে এএফপি ব্যুরোর প্রধান ফটোগ্রাফার শাহ মারাইও রয়েছেন।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, মোটরসাইকেলে আসা এক আত্মঘাতী হামলাকারী প্রথম হামলাটি চালায়। এরপর সেখানে লোকজন ও সাংবাদিকরা ভিড় জমালে কিছুক্ষণ পর একই স্থানে চালানো হয় দ্বিতীয় হামলাটি।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তাদের সংবাদ সংস্থা 'আমাক'-এর মাধ্যমে এ হামলার দায় স্বীকার করেছে বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২২ এপ্রিল কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের সামনে আত্মঘাতী বোমা হামলায় ৬৩ জন নিহত হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com