কাবুলে জোড়া আত্মঘাতী হামলায় ৮ সাংবাদিকসহ নিহত ২৫

লেখক:
প্রকাশ: ৭ years ago

আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বোমা হামলায় আট সাংবাদিকসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার সকালে চালানো এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে  বলা হয়েছে।

নিহতদের মধ্যে কাবুলে বার্তা সংস্থা এএফপির প্রধান ফটো সাংবাদিক শাহ মারাইও রয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে এএফপি বলছে, সকাল ৮টার দিকে আফগান ইন্টেলিজেন্স সার্ভিসের সদরদপ্তরের কাছে প্রথম হামলাটি হয়। পরের হামলাটিও হয় একই এলাকায়।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ স্থানীয় তোলো নিউজকে বলেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে আটজন সাংবাদিক ও চারজন পুলিশ রয়েছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ।

হামলায় অন্তত ৪৫জন আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, মোটরসাইকেলে আসা এক আত্মঘাতী হামলাকারী প্রথম হামলাটি চালায়। এরপর সেখানে লোকজন ও সাংবাদিকরা ভিড় জমালে কিছুক্ষণ পর একই স্থানে চালানো হয় দ্বিতীয় হামলাটি।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তাদের সংবাদ সংস্থা ‘আমাক’-এর মাধ্যমে এ হামলার দায় স্বীকার করেছে বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রের সামনে আত্মঘাতী বোমা হামলায় ৬৩ জন নিহত হয়।