গাড়িবোমা হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শনিবারের ওই হামলার দায় নিয়েছে তালেবান। জানা যায়, এ হামলায় আরো একশ ৪০ জন আহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দেশটির সরকারি কর্মকর্তারা আরো বলছেন, যেখানে অ্যাম্বুলেন্সে রাখা বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে ওই এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবন এবং বেশ কয়েকটি দূতাবাস রয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যালয় রয়েছে সেখানে। বহু ব্যবসায়ী ওই এলাকায় প্রতিদিন ভিড় জমান।