বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। এই খেলাকে এগিয়ে নিতে সারাদেশে ধারাবাহিকভাবে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
পাশাপাশি কাবাডি ফেডারেশনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে খুলনার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোল্ডকাপ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা ফুটবল এসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও শেখ কামাল স্মৃতি সংসদ রানার্সআপ হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমান। কেএমপি কমিশনার মো. হুমায়ুন কবিবের সভাপতিত্ব বক্তৃতা করেন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com