কান্নায় ভেঙে পড়লেন মির্জা আব্বাস ও মির্জা ফখরুল

:
: ৬ years ago

কান্নায় ভেঙে পড়লেন মির্জা- ঢাকা মহানগর ছাত্রদল উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজকে আটক ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলন কারাগারে নিহত হওয়ার ঘটনায় আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ মঙ্গলবার দুপুরে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে অনুষ্ঠিত জাকির হোসেন মিলনের জানাযায় উপস্থিত ছিলেন মির্জা আব্বাসসহ বিএনপির অন্য নেতারা।

এ সময় মির্জা আব্বাস বলেন, ‘এই ছেলেগুলোর অপরাধ কী আমি না, বুঝতে পারি না। এই বাংলাদেশে আমাদের(বিএনপি) অবস্থা কী? স্টেটাস(মর্যাদা) ও অবস্থান রোহিঙ্গাদের চেয়ে খারাপ হয়ে গেল ? তারা যখন খুশি ধরে নিয়ে যাবে। যখন খুশি তাকে মেরে ফেলবে।’

আইন শৃঙ্খালা রক্ষাকারী বাহিনীর সদস্যের ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ‘হাইকোর্টের নির্দেশ আছে সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা যাবে না। সেই নির্দেশ অমান্য করছে আজকে পেটোয়া বাহিনী হিসেবে। এরা সরকার কিংবা দেশের রক্ষক নয়। এটা আওয়ামী সরকারের রক্ষক। মানুষের রক্ষক নয়।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘যাদের কাছের আমি আশ্রয় নেব তারাই যদি আমাকে পিটিয়ে মেরে ফেলে, তাদের কাছে যদি বিচার না পাই, আমরা কোথায় যাব?’

মির্জা আব্বাস ছাড়াও জানাযায় অংশ নেওয়ার আগে বক্তব্য দেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামনুর রমিদ মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

জানাযার নামাজে অংশ নেন—বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ডা. এজেডএম জাহিদ হোসেন, মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট আহমদ আজম খান, চেয়ারপারসেনর উপদেষ্টা জয়ানুল আবেদিন ফারুক, আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও বিএনপির নেতাকর্মীরা প্রমুখ।