কানাডায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাংলাদেশি নাদিয়া মজুমদার। দেশটির স্থানীয় সময় ১৯ অক্টোবর (মঙ্গলবার) আনুমানিক সকাল ১১টা ৪৫ মিনিটে টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে সিগনাল পার হওয়ার সময় একটি মিনিভ্যান তাকে আঘাত করে।
এতে তিনি গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে বুধবার (২০ অক্টোবর) রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৭ বছর বয়সী ওই তরুণী বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের ছাত্রী ছিলেন। নিহতের বাবার নাম সুমন মজুমদার।
দেশটির পুলিশ জানায়, ৪০ বছর বয়সী ওই গাড়িচালক দুর্ঘটনার পর ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।
এদিকে নাদিয়ার মৃত্যুর খবরে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। কেউ ওই দুর্ঘটনা দেখে থাকলে বা মোবাইলে ভিডিও করে থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com