কানাডায় প্রথমবারের মতো ভার্চুয়াল সংসদ অধিবেশন অনুষ্ঠিত হলো। এই ঐতিহাসিক সংসদ অধিবেশন শুধু কানাডাতেই নয়, বিশ্বেও প্রথম।
২৮ এপ্রিল মঙ্গলবার হাউস অব কমন্সের স্পিকার অ্যান্টনি রোটা রাজধানী অটোয়া থেকে সংসদের ভার্চুয়াল অধিবেশনে বক্তব্য রাখেন।
কানাডিয়ান প্রেস থেকে জানা যায়, ঐ দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক শুরু হয়। এতে ৯০ শতাংশ সংসদ সদস্য তথা ২৯৭ জন অংশ নেন।
খবরে প্রকাশ, সংসদ শুরুর সময় নানা ধরণের প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। সংযোগ বিচ্ছিন্ন, অডিও বন্ধ, ভিডিও ঝাপসা ইত্যাদি সমস্যা সত্ত্বেও স্পিকার রোটা বলেন, তুলনামূলকভাবে ভালো হয়েছে। সেজন্য তিনি চেম্বারের সংশ্লিষ্ট ২০ জন প্রযুক্তি কর্মীদের ধন্যবাদ জানান।
প্রায় তিন ঘণ্টা এই ব্যতিক্রমধর্মী বৈঠকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বেশ ক’জন মন্ত্রী এবং বিরোধী দলের এমপিরা বক্তব্য রাখেন।
তাদের বক্তব্যে কোভিড-১৯ প্রাধান্য পায়। সেই সঙ্গে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সাম্প্রতিক বিষয় আলোচনা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com