প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০১৮, ১০:৫৩ অপরাহ্ণ
কাতালোনিয়ার সাবেক প্রেসিডেন্ট পুজদেমন জার্মানিতে আটক
স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার সাবেক প্রেসিডেন্ট কার্লোস পুজদেমনকে জার্মানিতে আটক করা হয়েছে। জানা গেছে, ডেনমার্ক থেকে বেলজিয়ামে যাবার পথে তাকে আটক করা হয়। খবর বিবিসির।
এর আগে, উস্কানি আর বিদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে স্পেন। যদিও গত অক্টোবরে স্বাধীনতার প্রশ্নে নিষিদ্ধ গণভোটের পর থেকেই বেলজিয়ামে স্বেচ্ছা নির্বাসিত ছিলেন তিনি। তবে কিছুদিন আগে তার বিরুদ্ধে একটি ইউরোপিয়ান গ্রেপ্তারি পরোয়ানা পুনরায় সক্রিয় করা হয়।
স্পেনে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে তার ৩০ বছর পর্যন্ত সাজা হতে পারে। কাতালোনিয়ার ২৫ নেতাকে বিদ্রোহের অভিযোগে বিচারে স্পেনের সুপ্রিম কোর্ট রুল দেয়ার পর সেই উত্তেজনা আরো বেড়েছে। পুলিশের সঙ্গে সেখানে সহিংসতার ঘটনাও ঘটেছে। বিবিসি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com