কাতালোনিয়ার রাজপথে স্বাধীনতার উল্লাস

লেখক:
প্রকাশ: ৭ years ago

দেশভাগ যন্ত্রণার। দেশভাগ একইসঙ্গে অনেক চাওয়া পাওয়ার।

বহু তর্ক বিতর্কের পর সেই দেশভাগের সাক্ষী ইউরোপের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ স্পেন। অবশেষে স্বাধীনতা ঘোষণা করল কাতালোনিয়া।

শুক্রবার কাতালান আইনসভায় স্বাধীনতা ঘোষণার পরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্রেকিং ঝড়।

বিবিসি, রয়টার্স, আল জাজিরা, এপিসহ দুনিয়ার সব সংবাদ মাধ্যমের শিরোনাম- ‘Catalan parliament declares independence’ অর্থাৎ স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করেছে কাতালোনিয়া।