আসন্ন ২০২২ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কাতার জাতীয় ফুটবল দলের কোচ হচ্ছেন ফ্রান্সের কিংবদন্তির ফুটবল তারকা জিনেদিন জিদান। বার্ষিক ৫০ মিলিয়ন ইউরোতে ৪ বছরের জন্য তিনি কাতারে যাচ্ছেন বলে টুইটারে জনিয়েছেন নাররগিব সাউরিস নামে এক মিশরীয় ব্যবসায়ী। কাতারের সাথে জিদানের চুক্তি প্রসঙ্গে টুইটারে তিনি লিখেন, টাকায় কথা বলেন। যে পারিশ্রমিকের বিনিমিয়ে কাতারে যাচ্ছেন জিদান, তার হিসেব করতে গেলে মাথা ঘুরে যাবে। বার্ষিক ৫০ মিলিয়ন পাউন্ডে কাতার জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন জিনেদিন জিদান। যেখানে ১ লাখ ২০ হাজার ইউরো দেওয়া হবে দৈনিক ভাতা হিসেবে। সব মিলিয়ে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত ৪ বছরে জিদানের আয় হবে ১৭৬ মিলিয়ন ইউরো। আর এই চুক্তি হয়ে গেলে জিদানই হবেন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচ।
প্রসঙ্গত ২০২২ সালের বিশ্বকাপের আসর বসবে কাতারে। আর ওই বিশ্বকাপকে সামনে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে কাতার ফুটবল ফেডারেশন। বর্তমানে ফিফার র্যাংকিংয়ে ১০৩ নম্বরে অবস্থান করছে দলটি। তাই কাতার ফুটবলের কর্মকর্তারা চাচ্ছেন জিদানকে নিয়োগ দিয়ে চমক দেখাতে। তাকে পছন্দের কারণ- রিয়ালের কোচ হয়ে ১৪৯ ম্যাচে ১০৪ জয়ের দেখা পেয়েছেন জিদান, ড্র ২৯ ম্যাচে। তার সময়ে ৩৯৩ গোল করেছে দল। শিরোপা জিতেছেন ৯টি। টানা ৩টি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি একবার লা লিগা, দুবার ক্লাব বিশ্বকাপ এবং দুবার উয়েফা সুপার কাপ জিতেছেন।
এর আগে গত বৃহস্পতিবার হঠাৎ করেই রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ায় পুরো ফুটবল বিশ্ব চমকে দেন জিদান। গুঞ্জন ওঠে হয়তো ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্যই এত বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু সে গুঞ্জনকেও রহস্যজনকভাবে ভুল প্রমাণ করলেন তিনি। এর একদিন পরই নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। খবরে প্রকাশ, গত বৃহস্পতিবার তার রিয়াল ছাড়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই নতুন করে ধাক্কা খেলো ফুটবল বিশ্ব।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com