কাউন্সিলরের হাতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লাঞ্ছিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীনের হাতে লাঞ্ছিত হয়েছেন প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সিলেট নগর ভবনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নগর ভবন। কাউন্সিলর শামীমা স্বাধীনকে নগর ভবনের ৩০৪ নং কক্ষে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা।

জানা যায়, মঙ্গলবার বেলা দুইটার দিকে কাউন্সিলর শামীমা স্বাধীন নগর ভবনে প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের কক্ষে যান। তিনি তার ওয়ার্ডে একটি উন্নয়ন কাজ করে দিতে বলেন নুর আজিজকে। এ সময় নুর আজিজ কাউন্সিলর শামীমা স্বাধীনকে বলেন, ‘এ কাজ করার এখতিয়ার নেই আমার। মেয়র যদি বলেন, তবে আমি কাজ করে দেব।’

      কাউন্সিলর শামীমা স্বাধীন

তখন শামীমা স্বাধীন কথা কাটাকাটি শুরু করেন নুর আজিজের সাথে। এক পর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেন কাউন্সিলর শামীমা। এ খবর নগর ভবনে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে কাউন্সিলর শামীমা স্বাধীনকে নগর ভবনের ৩০৪ নং কক্ষে অবরুদ্ধ করে রেখে বাইরে বিক্ষোভ করতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। মেয়র ঘটনাটি আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে মীমাংসা করার আশ্বাস দেন।