কাউখালীতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ

:
: ৩ years ago

নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানায়ী সামাজিক সংগঠন সমূহকে উদ্ভূত করণ প্রকল্পের আওয়াত পিরোজপুুরের কাউখালীতে রুপান্তরের উদ্যোগে প্লাটফর্ম সদস্যদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ‘‘নারী ও শিশু নির্যাতনের কোন ক্ষমা নেই’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন রুপন্তরের আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য শাহাজাদি শাহীন রেবেকা চৈতী। প্রশিক্ষনে রুপন্তরের কাউখালী উপজেলার প্লাটফর্মের ১৭জন সদস্যরা অংশ নেয়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না । সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিন ব্যাপী প্রশিক্ষণে নারী নির্যাতন, ধর্ষন, বাল্যবিবাহ সহ নারীর ক্ষমতায়ন বিষয়ক বিভিন্ন আইন, শাস্তি ও কুফল নিয়ে বিশদ আলোচনা ও ধারনা দেয়া হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রুপান্তরের জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ শফিকুল আজম, নারী নেত্রী ও প্লাটফর্ম সদস্য রিংকু, মিলি, শিক্ষক আশুতোষ মিস্ত্রি, লিটন কৃষ্ণ কর, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সুজন আইচ প্রমুখ।