পিরোজপুরের প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী উপজেলা চত্বরে ডিজিটাল মেলার আয়োজন করেন।
এ উপলক্ষ্যে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আলী আজম শরীফ, নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, পিআইও জিএম সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, ভেটেনারি সার্জন ডাক্তার রোকনুজ্জামান, জাতীয় পার্টি জেপি সাধারণ সম্পাদক মনজুরুল পায়েল সহ আরো অনেকে।
মেলায় বিভিন্ন দপ্তরের ২০ টি স্টল প্রদর্শন করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com