পিরোজপুরের কাউখালী উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ইলিশ ধরতে যাওয়ায় সুশান্ত মালো (২৪) নামের এক জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা।
এ সময় নদী থেকে প্রায় দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চারটি নৌকা জব্দ করা হয়।
শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা বলেন, সরকারি নিষেধাজ্ঞা না মানায় এক জেলেকে এক মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা জাল নদীর পাড়ে ধ্বংস করা হয়েছে।
রাত আড়াইটা থেকে সকাল আটটা পর্যন্ত এ অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কাউখালী থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মা ইলিশ সংরক্ষণ করতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে অভিযান অব্যাহত থাকবে বলেন জানিয়েছেন মোছা.খালেদা খাতুন রেখা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com