বরিশালে কল করলেই করোনা রোগীর বাসায় পৌঁছে যাবে অক্সিজেনের সিলিন্ডার

:
: ৩ years ago

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ফেসবুক লাইভে জানান, নগরে করোনা উপসর্গ ও আক্রান্তদের মধ্যে অক্সিজেনের তীব্র সংকট রয়েছে। তাদের সেবা দিতে ১৫০টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছে।

০১৭২২২৮৬৩৬৭, ০১৭২৩০২২৯৯৭ ও ০১৭২৩৯৫০২১৮ নম্বরে কল করলেই রোগীর বাসায় পৌঁছে যাবে সিলিন্ডার।

করোনা আক্রান্তদের সেবায় ১৫০টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে রোববার দুপুরে এক লাইভে তিনি এ বিষয়টি জানান।

ফেসবুক লাইভে তিনি জানান, নগরে করোনা উপসর্গ ও আক্রান্তদের মধ্যে অক্সিজেনের তীব্র সংকট রয়েছে। তাদের সেবা দিতে ১৫০টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়েছে।

প্রয়োজনে ০১৭২২২৮৬৩৬৭, ০১৭২৩০২২৯৯৭ ও ০১৭২৩৯৫০২১৮ নম্বরে কল করলেই রোগীর বাসায় পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার। একই নম্বরে তার বিনা মূল্যে অ্যাম্বুলেন্স সেবাও চালু রয়েছে।

মেয়র আরও বলেন, ২৪ ঘণ্টা চালু এ সেবা সিটি করপোরেশনের মাধ্যমে পরিচালনা করা হবে। মায়ের জন্য দোয়া নিতে তিনি এসব সেবামূলক কাজ করছেন বলে জানান।

এর আগেও তিনি বরিশাল-শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন।